এগিয়ে একটি গ্রীন উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা, যেখানে এমন ব্যবসায়িক আইডিয়াকে সহায়তা করা হবে যেগুলোর মাধ্যমে প্রাণ ও প্রকৃতির সুরক্ষা হয় এবং যেগুলো জলবায়ুর পরিবর্তন প্রশমন ও অভিযোজনে ভূমিকা রাখতে পারে। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে এদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নই আমাদের মূল লক্ষ্য।

এগিয়ে ২.০ এমন উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগগুলি খুঁজছে যা বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় স্বল্পআয়ের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমখরচে সহজলভ্য সমাধান প্রদান করবে। প্রতিযোগিতার বিজয়ী উদ্যোক্তারা তাদের ব্যবসায় সমৃদ্ধিকল্পে পাবেন এককালীন নগদ অর্থ এবং দক্ষতা অর্জনে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা।

পাশাপাশি ‘এগিয়ে’ নিম্ন আয়ের ভোক্তাদের প্রয়োজনীয়তা তথা: খাদ্য, আবাসন, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা ইত্যাদি পূরণের জন্য বাংলাদেশের প্রান্তিক অর্থনীতিকে একটি ‘বৃত্তাকার’ এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় উন্নীত করতে চায়। এই প্রক্রিয়ায়, ‘এগিয়ে’ একটি শক্তিশালী তৃণমূল অর্থনীতি, জলবায়ু স্থিতিস্থাপকতা, পুষ্টি নিরাপত্তা, এবং প্রকৃতি ও জীববৈচিত্র্যের সংরক্ষণে ভূমিকা রাখতে চায়।

‘এগিয়ে ২.০’ বাস্তবায়ন হচ্ছে ActionAid Bangladesh এর অংশীদারিত্বে এবং British Council এর সহায়তায়।

মূখ্য বিষয়বস্তু

এগিয়ে ২.০ প্রতিযোগিতায় নতুন ব্যবসায়িক আইডিয়া বা
পরীক্ষামূলক পর্যায়ের ব্যবসায়িক আইডিয়ার ক্ষেত্রে
নিম্নোক্ত ৪টি বিষয়কে প্রাধান্য দেয়া হবে

পরিবেশবান্ধব কৃষি এবং প্রযুক্তি

এগ্রো-ইকোলজি হল টেকসই কৃষি ব্যবস্থাপনা যা প্রকৃতির সাথে সমন্বয় রেখে করা হয়। এগ্রো-ইকোলজিক্যাল কর্মকাণ্ডের মধ্যে রয়েছে প্রাকৃতিক কম্পোস্ট, ভেষজ কীটনাশক, প্রাকৃতিক গ্রোথ হরমোন, প্রাকৃতিক বেড়ার উপকরণ ইত্যাদি। এগ্রো-ইকোলজিক্যাল প্রযুক্তির মধ্যে রয়েছে ভার্মিকম্পোস্টিং, হট কম্পোস্টিং এবং মালচিং— যথা বাস্তুতন্ত্র এবং মাটির স্বাস্থ্যের উন্নতির জন্য সমস্ত প্রকৃতিভিত্তিক প্রযুক্তি।

‘শূন্য-বর্জ্য’ এবং টেকসই উপকরণ ব্যবহার

‘শূন্য-বর্জ্য’ টেকসই উপকরণ হল এমন সব কাঁচামাল উপাদান যা স্থানীয় প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়, উদাহরণস্বরূপ, বালি, বাঁশ, পাট, নারিকেল ইত্যাদি। নির্মাণসামগ্রী তথা সিমেন্ট, ইট, ইত্যাদির বিকল্প। পোশাকের জন্য পলিয়েস্টার এবং সিন্থেটিক ডাইংয়ের বিকল্প, এবং প্যাকেজিংয়ের জন্য প্লাস্টিকের মোড়ক, প্লাস্টিকের কাপ এবং প্লাস্টিকের প্লেটের বিকল্প।

পরিবেশবান্ধব পরিষেবা

প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রেখে পরিচালিত টেকসই পরিবেশবান্ধব পরিষেবাভিত্তিক ব্যবসা। উদাহরণস্বরূপ, ইকো-ট্যুরিজম পরিষেবা (শূন্য-বর্জ্য এবং কার্বন-নিরপেক্ষ পর্যটন পরিকল্পনা), অর্গানিক বাগান এবং ল্যান্ডস্কেপিং পরিষেবা, সাপ সংরক্ষণ পরিষেবা (সাপের কামড়ের জন্য জরুরি স্বাস্থ্য সহায়তা প্রদান করা ও সাপ রক্ষা করা), সাইকেল ভাড়া, এবং স্থানীয় প্রয়োজনভিত্তিক পরিষেবা যেমন নিরাপদ মিঠা পানি সরবরাহ, ইত্যাদি।

পরিবেশবান্ধব এগ্রিগেশন মডেল

দেশীয় ফসল, হাঁস-মুরগি, গবাদিপশু, গাছ, বাদাম, তৈলবীজ ইত্যাদির সাথে যুক্ত পরিবেশবান্ধব এগ্রিগেশন মডেলের ব্যবসা। এই মডেলে সম্প্রদায়-ভিত্তিক সমষ্টি যা প্রকৃতি-ভিত্তিক কৃষি ব্যবস্থায় জড়িত কৃষক, জেলে এবং খামারীদেরকে সমর্থন করে এবং ন্যায্যমূল্যে সমস্ত পণ্য তাদের থেকে ক্রয় করে বাজারে বিক্রি করে।

কাঙ্খিত বৈশিষ্ট্যাবলী

জলবায়ু সংবেদনশীল

ব্যবসায়িক আইডিয়াটি এমন জনগোষ্ঠীর উপর ভিত্তি করে হতে পারে যারা জলবায়ুর প্রভাবের শিকার হচ্ছে।

উদ্ভাবনী

ব্যবসায়িক পণ্য, সেবা, বিজনেস মডেল কিংবা কাঠামোর মধ্যে নতুনত্ব থাকতে হবে।

প্রতিবেশগতভাবে (ইকোলোজিক্যালি) টেকসই

ব্যবসায়িক আইডিয়াটি এমন হতে হবে যাতে করে ইতিবাচক পরিবেশবান্ধব প্রভাব থাকে, পরিবেশ দূষণ কমে, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পায় বা জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা থাকে।

বৈজ্ঞানিকভাবে প্রমাণিত

ব্যবসায়িক আইডিয়াটির বৈজ্ঞানিক ভিত্তি (যদি প্রযোজ্য হয়) বা প্রমাণিত ব্যবসায়িক মডেল থাকতে হবে। একইসাথে ব্যবসাটির সংশ্লিষ্ট সম্প্রদায়ের আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

যোগ্যতা

অবিবেচ্য বিষয়াদি

প্রতিযোগিতায় নিম্নলিখিত বিষয় ও খাতের সাথে জড়িত আইডিয়াগুলিকে বিবেচনায় নেয়া হবে না

টেকসই নয় এমন উপকরণ

টেকসই নয় এমন উপকরণ যেমন প্লাস্টিক, ধাতু বা পলিথিন পুনর্ব্যবহারকে কেন্দ্র করে ব্যাবসায়িক আইডিয়া কারণ এইগুলো টেকসই নয় এমন উপকরণের ধারাবাহিকতাকে অব্যাহত রাখে।

সংবেদনশীল রাসায়নিক

সংবেদনশীল রাসায়নিক বা জীবাশ্ম জ্বালানীর সাথে সম্পৃক্ত ব্যবসা যেমন অজৈব উপকরণের সাথে জড়িত কৃষি, নিবিড় হাঁস-মুরগি, গবাদিপশু বা মৎস্য চাষ কারণ এইসব কার্যক্রমে প্রচুর পরিমাণে কার্বন উৎপাদন হয় বা পরিবেশের দূষণ হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অসম্পৃক্ত প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল অ্যাপ্লিকেশন এবং IoT নির্ভর ব্যবসায়িক আইডিয়া। যদি না এইসব প্রযুক্তির মালিকানা নিম্ন-আয়ের উৎপাদকদের অন্তর্গত হয় এবং তা ব্যবহারকারী-বান্ধব হয়।

বিলাসবহুল পণ্য

কোনো বিলাসবহুল পণ্য, যেমন - ব্যয়বহুল গহনা এবং প্রসাধনী, এবং অন্য যে কোনো পণ্য যার প্রস্তুতকরণে নেতিবাচক পরিবেশগত বা জনস্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যেমন ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার, চামড়ার পণ্য এবং চিংড়ি উৎপাদন।

মূল্যায়ন নির্দেশিকা

শীর্ষ ২০ আইডিয়াকে নির্বাচন করার ক্ষেত্রে যা মূল্যায়নের নির্ণায়কগুলো নিম্নরূপ

অনন্যতা ও উদ্ভাবন

১৫%

আর্থ-সামাজিক ও পরিবেশগত ইতিবাচক প্রভাব

২৫%

ব্যবসায়িক কার্যকারিতা

৩০%

অঙ্গীকারবদ্ধতা

১০%

প্রতিযোগীর উদ্যোক্তা হওয়ার সক্ষমতা

২০ %

এখনই আবেদন করুন

৩ দিনের আবাসিক বুটক্যাম্পে অংশগ্রহণ করার এবং পাশাপাশি কারিগরি সহায়তা ও নিজের একটি পরিবেশবান্ধব ব্যবসা প্রতিষ্ঠা করার এই বিশেষ সুযোগটি পেতে এখনই আবেদন করুন।

চূড়ান্ত সময়সীমা: ৩০ জানুয়ারি ২০২৪

পুরস্কার ও স্বীকৃতি

বুটক্যাম্প

৩ দিনের আবাসিক বুটক্যাম্পে অংশগ্রহণ করার সুযোগ (শীর্ষ ২০ প্রতিযোগীর জন্য)

সনদ

BYEI, British Council ও ActionAid Bangladesh থেকে স্বীকৃতি এবং সার্টিফিকিট (শীর্ষ ২০ প্রতিযোগীর জন্য)

নগদ অনুদান

৪ জন তরুণ উদ্যোক্তার জন্য থাকছে মোট ৩৯৫,০০০/- (ট্যাক্স এবং ভ্যাট যুক্ত) টাকার নগদ পুরস্কার

ইনকিউবেশন সহযোগিতা

১.৫ মাসের কারিগরি ইনকিউবেশন সহায়তা (শীর্ষ ৪ প্রতিযোগীর জন্য)

জিজ্ঞাসা

সহায়তায়

বাস্তবায়ন সহযোগী