প্রতিযোগিতা

আর্থ 360° প্রতিবছর আয়োজিত এমন এক উৎসব যেখানে নতুন এবং পেশাদার শিল্পীরা তাদের শৈল্পিক চিন্তা এবং গল্পবলার দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবেশের বিভিন্ন সমস্যাগুলোকে সামনে তুলে আনে। আসন্ন 'ট্রিপল প্ল্যানেটারি ক্রাইসিস'-এর প্রেক্ষাপটকে সামনে রেখে এবারের প্রতিপাদ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, যাতে টেকসই ভবিষ্যতের জন্য সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় উৎসাহিত করা যায়।

প্রতিযোগিতার বিভাগসমূহ

অনূর্ধ্ব ১৫ বছর বয়সী শিশুদের জন্য

সব বয়সীদের জন্য উন্মুক্ত

(জুনিয়র বিভাগ)

অনূর্ধ্ব ৩০ বছর বয়সীদের জন্য

(সিনিয়র বিভাগ)

৩১ বছর বয়সী বা তদূর্ধ্ব প্রতিযোগীদের জন্য

সব বয়সীদের জন্য উন্মুক্ত

এ বছরের প্রতিপাদ্য

‘নদী এবং নদীনির্ভর জীবন’

আপনি যদি আমাদের নদীগুলোর বর্তমান অবস্থা নিয়ে কৌতূহলী হন এবং একই সাথে নদীগুলো কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে বা এতে করে কীভাবে আমাদের সংস্কৃতি, জীবিকা আর বাস্তুতন্ত্রের ওপরে নেতিবাচক প্রভাব পড়ছে তা আপনাকে ভাবায়, তাহলে এই সুযোগটা আপনারই জন্য। নদীপথের জীবনের গল্প নিয়ে আপনার ভাবনাগুলোকে ফুটিয়ে তুলুন চিত্রাঙ্কন, ডিজিটাল আর্ট, আলোকচিত্র, এবং ভিডিও ফিল্মের মাধ্যমে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ডিজিটাল আর্ট প্রতিযোগিতা

আলোকচিত্র প্রতিযোগিতা

ভিডিও ছবি প্রতিযোগিতা

কার্টুনিস্ট, লেখক এবং উন্মাদ- এর সম্পাদক

আলোকচিত্রী এবং শিক্ষক

চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক

আলোকচিত্রী

ফটোসাংবাদিক

নৃবিজ্ঞানী ও কথাশিল্পী

প্রতিযোগিতায় অংশ নিন

সময়সীমা: ৩১ ডিসেম্বর, ২০২৩
বর্ধিত সময়সীমা: ৩ জানুয়ারি, ২০২৪

Program Details

Competition

Oct - Dec, 2023

Accepting Submissions

Digital Arts, Photographs, Short Films, Documentaries, Vlogs. Deadline: Dec 31, 2023

Judgement

Submissions will be shortlisted and presented to the Panel of Jury for selection

Official Selection Announcement

Selected entries will be announced and selected participants will be invited to the fest

5-Day Fest

Feb, 2024

On Spot Drawing Competition

Registered kids will take part in the on-spot drawing competition

Artwork icons created by surang - Flaticon

Day-Long Exhibitions

Selected Drawings, Digital Arts and Photographs will be publicly exhibited in a gallery

Film & Vlog Screenings

Multiple screening slots will be there each day during the fest for selected films & vlogs

Talks & Panel Discussions

Experts and Activists will be invited in multiple panel discussions in front of registered audience on the issue of River and Arts

জিজ্ঞাসা

কারা অংশগ্রহণ করতে পারবেন?

চিত্রাঙ্কন প্রতিযোগিতা – ১৫ বছর বয়সী শিশুরা

ডিজিটাল আর্ট প্রতিযোগিতা – সবার জন্য উন্মুক্ত

ফটোগ্রাফি (জুনিয়র বিভাগ) – ৩০ বছর পর্যন্ত বয়সী অংশগ্রহণকারীদের জন্য

ফটোগ্রাফি (সিনিয়র বিভাগ) – ৩১ বছর বা তার বেশি বয়সী অংশগ্রহণকারীদের জন্য

ভিডিও ফিল্ম – সবার জন্য উন্মুক্ত

কোন Entry Fee আছে কি?

কোনো বিভাগেই কোন প্রবেশ মূল্য বা Entry Fee নেই।

আমি কি একটির বেশি এন্ট্রি জমা দিতে পারবো?

ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাদে, একজন অংশগ্রহণকারী প্রতি বিভাগে সর্বোচ্চ ৩টি এন্ট্রি জমা দিতে পারবেন। এক্ষেত্রে প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে ফরম পূরণ করতে হবে।

এন্ট্রিগুলোর বিচারের নির্ণায়ক হিসাবে কোন জিনিসগুলোকে দেখা হবে?

প্রাথমিক বাছাইয়ের পরে নির্বাচিত এন্ট্রিগুলো বিশেষজ্ঞ বিচারকের একটি প্যানেল সৃজনশীলতা, থিমের সাথে প্রাসঙ্গিকতা, প্রযুক্তিগত দক্ষতা ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এন্ট্রিগুলি মূল্যায়ন করবেন। এই মূল্যায়নের ভিত্তিতেই বিজয়ী নির্বাচন করা হবে।

আমি কি একটি বিষয় হিসেবে নদীর ধারের মানুষ বা কোনো কমিউনিটির গল্প বেছে নিতে পারি?

হ্যাঁ, তবে আপনাকে অবশ্যই আপনার জমা দেওয়ার গল্পে (ডিজিটাল আর্ট, ফটোগ্রাফি বা ভিডিও ফিল্মে) নদী এবং মানুষের জীবনের মধ্যে পারস্পরিক সম্পর্ককে স্পষ্ট করে তুলে ধরতে হবে।

আমি কি আমার নিজের চেহারা না দেখিয়ে অর্থাৎ শুধু পয়েন্ট অব ভিউ থেকেও VLOG তৈরি করতে পারবো?

হ্যাঁ, করা যাবে। যতক্ষণ আপনার VLOG নদী এবং নদীর জীবনের থিম্যাটিক বর্ণালীর একটি স্পষ্ট প্রতিফলন করছে, ততক্ষণ এটি গ্রহণযোগ্য হবে।

চলচ্চিত্রের ক্ষেত্রে দুই বা তিনজন মিলে দলগতভাবে কি অংশ নেয়া যাবে?

আপনি একা বা দলগতভাবে আপনার ফিল্ম বা ভ্লগ তৈরি করতে পারবেন। কিন্তু এন্ট্রি জমা দিতে হবে পরিচালকের পক্ষ থেকে। দলের অন্যান্যদের ক্রেডিটগুলো এবং কারিগরি সহায়তার নামগুলো সাবমিশন ফর্মের ক্রেডিট লেখা ঘরে উল্লেখ করতে হবে।

বাংলাদেশী না হয়েও কি প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে?

বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা এন্ট্রি জমা পারবেন। তবে এন্ট্রিগুলো বাংলাদেশের নদীকে কেন্দ্র করে হতে হবে।

প্রতিযোগিতার নিয়মকানুন কোথায় জানতে পারবো?

প্রতিযোগিতার নির্দেশিকা এবং নিয়মাবলী বিবরণ পাবেন এই পেজে এন্ট্রি জমা দেওয়ার আগে এই নির্দেশিকাগুলি ভালোভাবে পর্যালোচনা করা একান্তই প্রয়োজনীয়।

আমার জমা দেওয়ার এন্ট্রির (আর্ট/ফটোগ্রাফ/ভিডিও ফিল্ম) বিষয়বস্তু কী হওয়া উচিত?

সাবমিটকৃত যেকোনো আর্ট, ফটোগ্রাফ বা ভিডিও ফিল্ম এই বছরের থিম ‘নদী এবং নদীনির্ভর জীবন’ এর সাথে প্রাসঙ্গিক হতে হবে।

আমি কি নদী দূষণ/জল দূষণকে বিষয় হিসেবে বেছে নিতে পারি?

হ্যাঁ, বিষয়টি ‘নদী এবং নদীনির্ভর জীবন’ থিমের সাথে প্রাসঙ্গিক হতে হবে। যতক্ষণ আপনার জমা দেওয়া শিল্প, ফটোগ্রাফি এবং ভিডিও ফিল্ম থিমটিকে স্পষ্টভাবে প্রতিফলন করে, ততক্ষণ এটি গ্রহণযোগ্য হবে।

আমার আরো প্রশ্ন থাকলে আমি কীভাবে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারি?

যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে যার উত্তর ওয়েবসাইটে সন্তোষজনকভাবে না দেওয়া হয়, 

যে কোন সময় আমাদেরকে [email protected]  এ লিখুন।

Join as an
outreach partner

Join Earth 360° program as an Outreach Partner. Your club/organization/institute will be responsible for the promotion of the event within students / potential participants, both in the campus area and social media platforms.

We will recognize and highlight your organization as one of our Outreach Partners and extend invitations/responsibilities at our exhibition. There will be opportunities of networking and potential partnerships.

Engage in our
Social Media Platform

Help us to spread the word about the competition and encourage submissions, you can help us to reach a wider audience and identify the most talented visual storytellers from the corners of Bangladesh.