Earth Champions Program​

সাসটেইনেবিলিটি, আর্থ-সামাজিক কল্যাণ এবং সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের ভবিষ্যত স্টুয়ার্ডদের মাঝে জ্ঞান এবং নেতৃত্বের ক্ষমতা তৈরি

আর্থ চ্যাম্পিয়ন্স প্রোগ্রাম (ইসিপি)– বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI) এর সিগনেচার ফেলোশিপ প্রোগ্রাম যা আমাদের প্রাণ, প্রকৃতি এবং পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের প্রস্তুত করে থাকে। এই প্রোগ্রামের মাধ্যমে একদল স্বপ্নবাজ তরুণ আগামীতে পরিবেশ এবং প্রতিবেশ সুরক্ষায় তাদের জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে নেতৃত্ব দিবে একটি সুন্দর, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে।

Programs
0
Fellows
0
Earth Clubs
0

কেন?

ছাত্র-জনতার সংগ্রাম ও আত্মত্যাগ বাংলাদেশকে এক নতুন ভবিষ্যৎ গড়ার সন্ধিক্ষণে নিয়ে এসেছে। সাম্যতা, ন্যায়বিচার এবং সম্মিলিত কল্যাণের নীতির ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ ২.০ গড়ে তুলতে, আমাদের প্ল্যানেটারি স্টুয়ার্ডদের প্রয়োজন – যারা বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত অন্যায়-অবিচার মোকাবেলা করার সাহস এবং ক্ষমতা রাখে।

ইসিপি আমাদের বছরব্যাপী এক ব্যতিক্রমী আয়োজন-যার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নতুন করে জানতে পারবে তার চারপাশের জগতকে এবং পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করতে বলিষ্ঠ নেতৃত্বচর্চা ও কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রোগ্রাম এর বিষয়সমূহ

শিক্ষাগ্রহণ

নির্বাচিত ফেলো’রা একবছর মেয়াদী ধারাবাহিক এবং ব্যতিক্রমধর্মী একটি শিক্ষাক্রমের মধ্য দিয়ে যাবে, যেখানে তাদের জন্য থাকবে প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং পরিবেশ বিষয়ে জ্ঞানচর্চার সুযোগ।

নেতৃত্ব চর্চা

নির্বাচিত ফেলো’রা নিজ নিজ প্রতিষ্ঠানে আর্থ ক্লাব প্রতিষ্ঠা করে বা ঐ প্রতিষ্ঠানে পূর্বে আর্থ ক্লাব থেকে থাকলে সেখানে যুক্ত হয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে।

বাস্তবায়ন

ফেলো'রা একটি পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রজেক্টের পরিকল্পনা তৈরি ও নিজ এলাকায় বাস্তবায়নের মধ্য দিয়ে নিজেদের পরিবেশ বিষয়ক জ্ঞান ও নেতৃত্বের দক্ষতার প্রতিফলন ঘটাতে পারবে।

কারিকুলাম ফোকাস

ইসিপির কারিকুলাম মূলত ৩টি পিলারের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় – ক্রিটিকাল ডিসকোর্স, স্টুয়ার্ডশিপ এবং পরিবেশগত ন্যায়বিচার, যা পরবর্তী প্রজন্মের স্টুয়ার্ডদের বিকাশের জন্য একটি বহুমুখী এবং ঔপনিবেশিক দৃষ্টিকোণের বিকল্প পদ্ধতি।

ক্রিটিকাল ডিসকোর্স

স্টুয়ার্ডশিপ

ন্যায়বিচার

প্রোগ্রামসমূহ

অক্টোবর ২০২০ - সেপ্টেম্বর ২০২১

অক্টোবর ২০২২ - সেপ্টেম্বর ২০২৩

কারা আবেদন করতে পারবেন

বাছাই প্রক্রিয়া

প্রাথমিক বাছাইপর্ব হবে লিখিত আবেদন ফর্মের ভিত্তিতে এবং দ্বিতীয় ধাপে, নির্বাচিতদের ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।